Summary:
‘বরফ গলার ইতিকথা” বইয়ে ইসলাম-পূর্ব আরবের অবস্থাসহ আবহমান গ্রামবাংলার সমাজ থেকে বঞ্চিত মানুষের নানাদিক তুলে আনার চেষ্টা করা হয়েছে। সাধারণত পরিবার-পরিজন তথা আত্মীয়স্বজন থেকে সুবিধাবঞ্চিত হলে যা হয়, বেশিরভাগ ছেলেই বিপথে চলে যায়, কিন্তু এই বইটিতে একটি সুবিধাবঞ্চিত ছেলে, এত অবহেলিত, উপেক্ষিত হয়েও কীভাবে সঠিকপথে সফলতার কাছাকাছি পৌঁছা যায় তার কিছু চিত্র বাস্তব জীবনের আলোকে ফুটে উঠেছে। কিছু কিছু ক্ষেত্রে সমাজের কুসংস্কারাচ্ছন্ন মানুষের চোখ থেকে কালো পর্দা ঘুচিয়ে সচেতনতার আলো পৌঁছে দেয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চুরুলিয়া অর্থাৎ তার বাল্যকাল কেমন ছিল তার কিছু অংশ গল্পে গল্পে তুলে ধরার প্রয়াস পেয়েছে। সর্বোপরি বইটি সবার কাছে ভালো লাগবে বলে মনে করি।