বিষয়

লেখক

ড. সালমান ফাহাদ আল আওদাহ

বিশ্ববিখ্যাত মজলুম আলিম ড. সালমান আল আওদাহ বর্তমানে সৌদি সরকারের রোষানলে পড়ে কারাবন্দী। ইতিপূর্বে তিনি কয়েকবার আটক হন ও মুক্তি পান। তার রচিত বেশকিছু বই বাংলায় অনূদিত ও সমাদৃত হয়েছে। মা'আল্লাহ, মা'আল মুস্তফা, পাবলিক ম্যাটার্স, ইগো, পাখি হতাম যদি যার অন্যতম। এর ধারাবাহিকতায় তালবিয়া প্রকাশন নিয়ে এসেছে ‘যুবকদের প্রতি উপদেশ’ পুস্তিকাটি। তিনি ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স’ এর সদস্য এবং ইসলাম টুডে ওয়েবসাইটের আরবী সংস্করণের পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়া বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠান এবং পত্রিকায় কলাম লেখক হিসেবেও কাজ করে ব্যাপক পরিচিত পান।