নাসির হেলালের জন্ম ৮ অক্টোবর ১৯৬২ সালে, যশোর জেলার চৌগাছা উপজেলার বাড়ীয়ালী গ্রামে। পৈত্রিক নাম মোহাম্মদ জিলহজ আলী হলেও তিনি নাসির হেলাল নামে সাহিত্য চর্চায় সাচ্ছন্দ্যবোধ করেন। সাহিত্যের প্রায় সবধারায় তাঁর উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে ঋদ্ধ করেছে। শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধসহ প্রায় সব শ্রেণির পাঠকদের মাঝে তার রচিত গ্রন্থগুলো নৈতিক মানোন্নয়ন বিপুল ভূমিকা রেখে চলেছে। গবেষক ও কবি হিসেবেও তিনি কৃতিত্বের ছাপ রেখেছেন। কর্মজীবনে ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা হিসেবে অবসর নিয়েছেন। পাশাপাশি শুরু থেকে দেড়যুগেরও বেশি সময় ধরে দৈনিক নয়া দিগন্তের ইসলামী পাতার সম্পাদনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো : ফুলের মতো নবী। হাদীসের পরিচয়। সেরা মুসলিম মনীষীদের জীবনকথা। সেরা মুসলিম বিজ্ঞানী। বেহেশতের সুসংবাদ পেলেন যাঁরা। বিশ্বনবীর পরিবার বা আহলে বাইত। মুমীনদের মা। হযরত ইব্রাহীম। নবী দুলালী। নজরুল সাহিত্যে ইসলামী সমাজ। বাংলাদেশের প্রাচীন মসজিদ। কালের সাক্ষী বারোবাজার। বৃহত্তর যশোর জেলায় ইসলাম। ইত্যাদি।