image
প্রিয়মুখ প্রকাশনির ৩টি ইসলামী মটিভেশনাল বইয়ের কালেকশন By : আহমেদ ফারুক
Category : মোটিভেশন/মেডিটেশন
৳640 ৳800

Summary:

টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম আপনি অনেক আত্মউন্নয়ন বই পড়েছেন। নিজের স্কিল ডেভেলপ করার জন্য আপনি সর্বোচ্চটা দিয়েছেন। বাট কোনো কাজ হয়নি। কারণ আপনার পদ্ধতিটা সঠিক ছিল না। সঠিক পদ্ধতিটা তাহলে কি? একমাত্র উত্তর ‘ইসলাম’ – পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার মন খারাপ? কিভাবে তা মোকাবেলা করবেন ইসলাম বলে দিয়েছে। আপনি ধনী হতে চান? কিভাবে হবেন? ইসলাম তা বলে দিয়েছে। আপনি দুঃশ্চিন্তাগ্রস্থ, পরিত্রাণের পথ পাচ্ছেন না। কি করবেন? ইসলাম তা বলে দিয়েছে? আপনি মোধাসম্পন্ন নন? কি করবেন? আপনি বিষণ্নতায় ভুগছেন, কি করবেন? আপনি প্রতিশ্রুতি দিবেন, কিন্তু কিভাবে? আপনি মিথ্যা কথা বলা ছাড়তে চান, কিন্তু কিভাবে? এমন হাজার প্রশ্ন করুন। সব প্রশ্নের উত্তর পাবেন ইসলামে। কেন আপনি পথ খুঁজছেন অন্ধকারে? আলোতে আসুন। এ পৃথিবীর শ্রেষ্ঠ জীবনব্যবস্থার পক্ষ থেকে আপনাকে নিমন্ত্রণ … লিডারশিপ উইথ ইসলাম ‘উইথ ইসলাম’ সিরিজের এটি দ্বিতীয় বই। এই বইতে আপনার নিজস্ব লিডারশিপের প্রতি বেশি মনোযোগী হবার দিকে বেশি আলোকপাত করা হয়েছে। কারণ আপনাকে যখন নিয়ামত সম্পর্র্কে জিজ্ঞাবাদ করা হবে তখন কেউ আপনার পাশে থাকবে না- প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে, আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে) তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে, আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে, তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে। এই বইটিতে লিডারশিপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রাচুর্য্য লাভের প্রতিযোগিতার কথা তুলে ধরা হয়েছে। এই বইটি পড়লে আপনি অন্তত এতটুকু বুঝবেন, মহান আল্লাহ ব্যতীত আপনি কেউ না। আপনার কোনো অস্তিত্বই নেই। রোড টু সাকসেস উইথ ইসলাম আপনি সাকসেস পেতে চান? সাকসেস পেতে হলে আল্লাহর ভালোবাসা জরুরি। কারণ আল্লাহ ব্যতীত আপনি কে? আপনি কেউ না। নিজেকে যদি একজন পণ্য ভাবেন তাহলে আপনি কত দামে বিক্রি হবে তা কেবল মহান আল্লাহই নির্ধারণ করবেন। আপনি নন। আজ থেকে ১০০ বছর পর আপনি একটা স্মৃতি হিসেবেও কোথাও থাকবেন না। তবে পৃথিবীর জন্য কোনো মহৎ চিহ্ন যদি আপনি রেখে যেতে পারেন তবেই আপনার নাম হয়তো কোথাও রয়ে যেতে পারে। তাহলে এই যে এত এত ইনকামের জন্য আপনার ব্যস্ততার সীমা নেই; এই অদ্ভুত ব্যস্ততার মানে কি? কি আপনার পরিচয়? কি আপনার সঞ্চয়? যদি বিশ্বাসী হন তবে আপনার সঞ্চয় এ জগতের এবং আগত পরকালের জন্য হওয়া উচিত। এই দুই জগতের সঠিক সাকসেসই আপনার আসল সাকসেস। আর যদি অবিশ্বাসী হন তবে আপনার জন্য সাকসেসের মূলত কোনো সূত্র নেই। ইসলামি কোনো সূত্র তো নেই-ই। যেকোনো উপায়ে অর্থ ইনকামের মাধ্যমে সুখী হবার অহেতুক চেষ্টা ছাড়া আর কোনো পথ নেই। এটাকে যদি সাকসেস ধরে এগিয়ে যান তবে মানুষের অকল্যাণ ছাড়া কিছুই ফিরে আসবে না। সাময়িক মরিচিকার মতো একটা সাকসেসকেই ভাববেন জীবনের আসল চাওয়া, নিবিড় সফলতার জীবন। ইসলামিক সাকসেসের পথে এক পা এগিয়ে আসুন, মহান আল্লাহ আপনার জন্য দুই পা এগিয়ে আসবেন। পথ খোলা আছে এখনো। সেই পথে আপনি হাঁটবেন কিনা ভেবে দেখুন।