Summary:
সহজ কথায় এটা একটা ডেভেলপমেন্টের বই। এই বইয়ে কথা বলা হয়েছে ডেভেলপমেন্ট সম্পর্কিত কিছু মিথের বিরুদ্ধে। এই বইয়ে দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট নিয়ে কিছু মোটিভেশন। ডেভেলপমেন্টের কয়েক বছরের জার্নি তুলে ধরে হয়েছে স্টেপ বাই স্টেপ। একটা অ্যাপলিকেশন আইডিয়া থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য কিভাবে অ্যাপলিকেশনটা ডেভেলপ করা হবে, কিভাবে স্কেলিং করা হবে, কিভাবে ম্যানেজ করা হবে প্ল্যানিং থেকে শুরু করে ডেপ্লয়মেন্ট পর্যন্ত সমস্ত রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই বইটাতে। এই একটা মাত্র বই আপনার সম্পূর্ণ ডেভেলপমেন্ট ক্যারিয়ারের প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে। এই বইটি প্রথম রিলিজ হয়েছিল অনলাইনে সম্পূর্ণ ফ্রি। এখনও এর ফ্রি ভার্সন উন্মুক্ত রয়েছে। বইটি পাবলিশের পূর্বে প্রতিটা অধ্যায় আবার নতুন করে সাজানো গোছানো হয়েছে এবং নতুন করে পাঁচটি অধ্যায় যুক্ত করা হয়েছে। এই পর্যন্ত অনলাইন ভার্সন পড়েছেন প্রায় পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী। তারা নিজেরা পড়েছেন, বিষয় গুলো বুঝেছেন, নিজের জীবন নতুন করে সাজিয়েছেন এবং অন্যকেও এই বইটি পড়ার জন্য উৎসাহিত করেছেন। এই বইটার মধ্যে সম্পূর্ণ একটা আইটি ডিপার্টমেন্ট এবং তার প্রোসেস তুলে ধরা হয়েছে। যেন পাঠকের নিজের ভবিষ্যৎ প্ল্যান করতে সহজ হয়। যদি কেউ বইটি সঠিক ভাবে কাজে লাগাতে পারে তাহলে ভবিষ্যতে আর কখনই তার কোনো গাইডলাইন বা মোটিভেশনের প্রয়োজন হবে না।