Summary:
একটি পরিপূর্ণ কাব্যগ্রন্থ ‘হাতটা একটু ধরো’। যে গ্রন্থের পাতায় পাতায় কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকী মানুষের কথা বলেছেন। সময়, মানবতা ও ভালোবাসার কথা বলেছে। প্রেয়সীর কথা তুলে ধরেছেন, একটি রাষ্ট্রের অপচর্চার কথা ভুলে যাননি কবি। মানুষের বাঁচতে জানার কথা বলতে গিয়ে তিনি স্বাধীনতার কথা বলেছেন।