Summary:
‘খেউরি ঘর’ উপন্যাসে দেশ বিভাগের আগের ও পরের কথা উঠে এসেছে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ারও আগে যখন সমাজে গোত্রভেদ, বর্ণভেদ, পেশাভেদই ছিল লোকেদের পরিচিতির আসল কথা। সমাজের উঁচু-নিচু স্তরের মানুষের মধ্যে ভেদাভেদ ছিল প্রকট। সমাজের উচ্চাসনে স্থান পেতেন কেবলই সমাজপতিরা। পিছিয়ে পড়া মানুষের দলে ছিল দলিত শ্রেণিগুষ্টি। যেমন কামার, কুমার, জেলে, কৈবর্ত, নাপিত, ধোপারা, এরা দলিতের দলে। সেসময়ের প্রচ্ছন্ন দৃশ্যপটই তুলে আনা হয়েছে এ বইতে।