রমাদানুল মোবারক—আল্লাহ তায়ালার পক্ষ হতে মুসলিমদের জন্য অন্যতম শ্রেষ্ঠ উপহার। যে মাসের আগমন উপলক্ষে ইমানদারগণের প্রস্তুতি শুরু হয় দু'মাস পূর্ব হতেই। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস হতেই রমাদান পর্যন্ত হায়াত কামনা করে দুআ করতেন।
এ মাসে আল্লাহ তায়ালা অবতীর্ণ করেন মানবজাতির জন্য একমাত্র হেদায়াতের পথ-নির্দেশিকা, মহাগ্রন্থ আল-কুরআন। এ- মাসে রাখা হয়েছে এমন এক রজনী, যা হাজার মাসের চেয়েও উত্তম। শুধু তাই নয়, এ- মাসে খুলে দেওয়া হয়, অফুরন্ত নেয়ামতে পরিপূর্ণ আবাসস্থল—জান্নাতের দরজাসমূহ। বন্ধ করে দেওয়া হয়, ভয়ানক শাস্তির আবাসস্থল—জাহান্নামের দরজাসমূহ। এমনকি, শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় বিতাড়িত শয়তানকে। আর এই মাসেই বৃদ্ধি করা হয় ফরজ ও নফল ইবাদতের প্রতিদান।
Login To Comment